হোম > সারা দেশ > বগুড়া

রেলওয়ে পুলিশের অভিযানে ৩ চোর গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানা এলাকার বগুড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার আসামিরা হলেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝ গ্রাম এলাকার তালেব আলীর ছেলে খোরশেদ আলম (৪৬), একই এলাকার খোরশেদ আলমের ছেলে বিপ্লব হোসেন (২২) ও একই উপজেলার ভস্কুর এলাকার রশিদের ছেলে রুবেল হোসেন (২৫)। 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলমের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু থানায় মাদকদ্রব্য আইনে একটি ও নওগাঁ সদর থানায় আরও একটি চুরির মামলা আছে। অন্য দুজনের বিরুদ্ধে আজ দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় চুরির মামলা করা হয়।

ওসি আরও বলেন, ‘সান্তাহার রেলওয়ে থানা এলাকার সব রেলওয়ে স্টেশনে মাদক, চোর, পকেটমারসহ সব অপরাধ দমনে আমরা বদ্ধপরিকর।’ 

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত