হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় আব্দুস ছাত্তার (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মানিক (৩৫) নামে আরও একজন। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাহালু উপজেলার রানিরহাট-দুর্গাপুর আঞ্চলিক সড়কের ডোমরগ্রাম বোলধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক আব্দুস ছাত্তার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ঢাকন্তা এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং আহত মানিক একই এলাকার খলিলের ছেলে। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত মানিক একজন মাছ চাষি। মানিক তাঁর মাছ আব্দুস ছাত্তারের ভ্যানযোগে বিক্রির উদ্দেশ্যে সাবরুল বাজারে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে ডোমরগ্রাম বোলধর এলাকায় একটি অজ্ঞাত ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুস ছাত্তার মারা যান এবং ভ্যানে থাকা যাত্রী মানিককে স্থানীয় লোকজন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

ওসি শাহীনুজ্জামান বলেন, ‘ট্রাকটি আটক করা যায়নি ৷ নিহত আব্দুস ছাত্তারের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা

নিলামে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত বালু বিক্রি বন্ধ

বগুড়ায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম