হোম > সারা দেশ > বগুড়া

‘ভারত-বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে’

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ ও ভারতের সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুরে দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

সঞ্জীব কুমার বলেন, বিগত ৪ দশকের অধিক সময় ধরে দুই দেশের বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে। করোনা মহামারির সময়েও আমরা তার দৃষ্টান্ত স্থাপন করেছি। ভারত সরকারের পক্ষ থেকে ১০৯টি লাইফ সাপোর্ট বিশিষ্ট অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় দুর্গাপূজা উপলক্ষে ২৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র মো. জানে আলম খোকা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নূল ইসলাম, বগুড়ার জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, থানার ওসি শহিদুল ইসলাম, পূজা উদ্‌যাপন পরিষদের শেরপুর উপজেলার সভাপতি নিমাই ঘোষ, সাংবাদিক মুনসী সাইফুল বারী ডাবলু প্রমুখ।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি