হোম > সারা দেশ > বগুড়া

আবারও সান্তাহারে ট্রেন থেকে হেরোইন উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ট্রেন থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার উপজেলার সান্তাহার স্টেশনে দাঁড়িয়ে থাকা রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ওই হেরোইন উদ্ধার করা হয়। 

এর আগে গত ৬ মার্চ একই ট্রেনের ঙ নম্বর বগি থেকে এক কেজি আট গ্রাম হেরোইন উদ্ধার করেছিল বিজিবি। ওই দিনও কোনো মাদক কারবারিকে আটক করতে পারে নাই। 

আজ মঙ্গলবার বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খুলনা হতে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের ক নম্বর বগি হতে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে ১৬ বিজিবি, নওগাঁ। 

এ বিষয়ে বিজিবি ১৬-এর অধিনায়ক লে কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রূপসা এক্সপ্রেসের ভেতর থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। সেই ব্যাগ থেকেই এই হেরোইন উদ্ধার করা হয়। অভিযানের সময় সান্তাহার রেলওয়ে থানার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়।’ 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি অভিযানের পর রাতেই উদ্ধার হওয়া কথিত হেরোইন থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।’

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল