হোম > সারা দেশ > বগুড়া

মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. হাফিজুল (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা বাগিচাপাড়া গভীর নলকূপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত হাফিজুল কাহালু থানার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে দুই ব্যক্তি নাগর নদী থেকে মাছ ধরে বাড়ি ফিরছিল। হরিণমারা বাগিচাপাড়া জমির মাঠে গভীর নলকূপ এলাকায় পৌঁছালে বজ্রপাতে হাফিজুল মারা যান। এ ঘটনায় বুলবুল নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। আহত বুলবুল কাহালু থানার একই গ্রামের মৃত মহসিনের ছেলে। স্থানীয়রা আহত বুলবুলকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি