হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় জেলা কমিটি নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, আ.লীগ কার্যালয়ে তালা

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা দিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিত, বর্তমান ও সাবেক নেতারা। আজ সোমবার রাতে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পরপরই রাত ৯টার দিকে কার্যালয়ের ফটকে তালা ঝোলানো হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

সদ্য ঘোষিত এই কমিটিতে সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়। এক বছরের জন্য অনুমোদিত ৩০ সদস্যের কমিটিতে সহসভাপতি করা হয়েছে ২৭ জনকে, যুগ্ম-সাধারণ সম্পাদক ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক ৬ জনকে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়।

এদিকে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের অভিযোগ, যাদের কেউ চেনে না তাদের কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। এই অভিযোগে এই কমিটিকে অবৈধ ঘোষণা করে বাতিলের দাবিতে মিছিল করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন ঘোষিত কমিটির সহসভাপতি সিদ্ধার্থ কুমার দাস, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সরকারি শাহসুলতান কলেজের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীনসহ নেতা-কর্মী।

বগুড়া শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাইসুল তোফায়েল কোয়েল বলেন, ‘নতুন কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় কোনো দিনও জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন না।’ 

সদ্য ঘোষিত কমিটিতে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মুকুল ইসলামকে সহসভাপতির পদ দেওয়া হয়েছে। এ ঘটনায় কমিটি ঘোষণার পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

জেলা ছাত্রলীগের নেতা-কর্মী সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি বগুড়া জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বগুড়ায় আসেন। তাঁরা নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী ৫৬ জনের জীবন বৃত্তান্ত জমা নেন। দীর্ঘদিন পর আজ সোমবার জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। 

এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মাহমুদুন্নবী রাসেল বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের কমিটি ছিল না। সেখানে কমিটি ঘোষণা করা হয়েছে। আমি এ কমিটির বিরোধিতা না করে কমিটি মেনে নেওয়ার আহ্বান জানাই।’ 

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি