হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে হলফনামা তৈরি, আটক ৩

বগুড়া প্রতিনিধি

স্বাক্ষর জাল করার অভিযোগে আটক হওয়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে হলফনামা তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাঁদের আটক করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারি গ্রামের সদরুল কবির (৪৮) এবং বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের ওহাব শিপন (৩০) ও একই গ্রামের আক্তারুজ্জামান (৩৮)।

ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান জানান, সুমাইয়া নামের এক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহবুব স্বাক্ষরিত একটি হলফনামা জমা দেন। শিক্ষা বোর্ড হলফনামার কপি যাচাই করার জন্য বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকের আদালতে পাঠান। বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলফনামায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহবুবের স্বাক্ষর দেখে সন্দেহ পোষণ করেন।

আসমা মাহবুব ২০২১ সাল পর্যন্ত বগুড়ায় কর্মরত ছিলেন। বিষয়টি তিনি ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের চত্বরে অবস্থিত স্ট্যাম্প ভেন্ডার দোকান থেকে তিনজনের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান জানান, আটক ব্যক্তিদের নামে মামলা দায়েরের বিষয়ে প্রক্রিয়া চলছে।

ধুনট বাসস্ট্যান্ডে মব করে ৩ পুলিশ সদস্যকে হেনস্তা

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ