হোম > সারা দেশ > বগুড়া

তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ফেসবুক মেসেঞ্জারে এক তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে আফিফ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে নন্দীগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আফিফ উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের আলী হাসানের ছেলে। সে একটি কলেজে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। 

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগী তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফিফের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। যার ফলে তাঁরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একে অপরের কাছে ব্যক্তিগত ছবি আদান প্রদান করেন। হঠাৎ করে ওই তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে আফিফ। 

ওসি জানান, বিয়ে হওয়ার পরেও রাস্তা ঘাটে ওই তরুণীকে বিরক্ত করতে থাকে আফিফ। পরে সে ওই তরুণীর আপত্তিকর ছবি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন জনের মাঝে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আফিফকে আসামি করে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।’ 

আবুল কালাম আজাদ বলেন, ‘মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি আইনে আফিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে তোলা হবে।’ 

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি

বগুড়ায় ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২