হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ৩ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে দুজনের এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মুরুইল বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে জানান, একটি ট্রাক নষ্ট হয়ে গেলে সেটিকে থামিয়ে রাস্তার পাশে মেরামত করছিলেন চালক। এ সময় বগুড়ার দিক থেকে আসা অপর একটি মিনি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং বগুড়ার হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন—ঢাকার কামরাঙ্গীরচরের গাফ্ফারের ছেলে বাদন মিয়া (৪০), নওগাঁর সাপাহার মাস্টারপাড়ার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫৭) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক হোসেন (৪৫)। ট্রাকচালকের সহযোগী জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৩) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি