হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

বগুড়ায় ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুরে আরিফুল ইসলাম কাজল (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার উপজেলার খড়না বাজারে এ ঘটনা ঘটে।

কাজল আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এ ছাড়া যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় আসামি ছিলেন কাজল। সম্প্রতি উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানায় থানা-পুলিশ।

জানা যায়, উপজেলার খড়না ইউনিয়নের খড়না বাজারে কাজলকে দেখে ধাওয়া করেন বিএনপির ১৫-১৬ জন নেতা-কর্মী। আত্মরক্ষার জন্য কাজল ১ কিলোমিটার দৌড়ে মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর গুচ্ছ গ্রাম পর্যন্ত যাওয়ার পর তাঁকে ধরে সেখানেই বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ ডেকে তুলে দেওয়া হয়।

বিএনপির নেতা-কর্মীরা জানান, হাসিনার শাসনামলে কাজল বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঘুম হারাম করে দিয়ে ছিলেন। একের পর এক মামলায় নাম দিয়ে পুলিশি হয়রানির সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আরিফুল ইসলাম কাজলকে থানায় এনে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি মামলা ছিল। সেটাতে জামিনে রয়েছেন। আর কোনো মামলার খবর জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে কাজলকে গ্রেপ্তারের পর শাজাহানপুর উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলী ইমাম ইনোকী নিজের ফেসবুক পেজে এ ঘটনার নিন্দা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই... শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম কাজলকে বিএনপির নেতা-কর্মীরা মারধর করে কিছুক্ষণ আগে শাজাহানপুর থানা-পুলিশের হাতে তুলে দিয়েছেন, যা আমাদের ১৬ বছরে কোনো বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে করিনি!

কয়েক দিন আগেই কাজল মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাসায় ফিরেছেন। বিএনপি-জামায়াতের নেতা-কর্মী, ভাই-বন্ধুদের বলব, ‘আমরা কিন্তু একই সমাজের মানুষ, কেউ অপরাধী হলে আইন তার বিচার করুক, কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নিয়ে অরাজকতা সৃষ্টি করবেন না। আরিফুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তি চাই।’

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক