হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার কুচাইকুঁড়ি এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—নন্দীগ্রামের হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক জিতেন্দ্র নাথ সাহা (৪৫) ও সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তবে অটোরিকশার ওই যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। নন্দীগ্রাম-ওমরপুরের মাঝামাঝি কুচাইকুঁড়ি নামকস্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক ও ওই যাত্রী নিহত হয়।

এ ঘটনায় অটোরিকশায় থাকা শিশুসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আমরা গিয়ে আহতদের উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসটি আটক করা যায়নি।’

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি