হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ব্যবস্থাপক খুন

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক খুন হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরে সানসাইন আবাসিক হোটেলের ফটকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বিপুল মিয়া (৪২)। তিনি বগুড়া শহরতলির মাটিডালি এলাকার সানসাইন আবাসিক হোটেলের ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামে।

হত্যাকাণ্ডের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী।

পুলিশ জানায়, আজ বেলা দেড়টার দিকে হোটেলের ফটকে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্কবিতর্কের এক পর্যায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।

স্থানীয়রা জানান, সানসাইন নামের ওই আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। বিপুলকে ছুরিকাঘাতের ঘটনার পর হোটেলে তালা দিয়ে কর্মচারীরা আত্মগোপন আছেন।

পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, হোটেলটিতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। নিহত বিপুলের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট