হোম > সারা দেশ > বগুড়া

বৃষ্টিতে ঈদের নামাজ মসজিদে

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় কেন্দ্রীয় ঈদের জামাত সূত্রাপুরের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সাতমাথার বায়তুন নূর কেন্দ্রীয় মসজিদে। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকেই জেলায় হানা দেয় বৃষ্টি। ফলে শহর এবং শহরতলিতে ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটানা চলে ভারী বৃষ্টি। এরপর বৃষ্টি থামলেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।

তবে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বিভিন্ন এলাকায় ঘোষণা দেওয়া হয় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হওয়ার কথা।

জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ঈদ উপলক্ষে গতকাল সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করে নিরাপত্তা জোরদারকরণের কথা জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। 

তবে বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে যায় সেসব আয়োজন। ঈদগাহ মাঠের পরিবর্তে অনুষ্ঠিত হয়েছে বায়তুর নূর কেন্দ্রীয় মসজিদে। ঈদের দিন সকাল থেকেই মাইকে ঘোষণা দিয়ে মসজিদে জামাত করার জন্য মুসল্লিদের জানানো হয়। 

একইভাবে জেলার বিভিন্ন এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে।

বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে বগুড়ায় বৃষ্টিপাত শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট