হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা সোনাপুকুরিয়া থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর নাম শামিমা আক্তার (২৩)। আজ বুধবার সকালে তাঁর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানায়, শামিমা সোনাপুকুরিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী। কিছুদিন আগে একই গ্রামের রেহেনার কাছ থেকে ছয় মাসের এক শিশুকে তিনি দত্তক নেন। রেহেনা সন্তানের ভরন পোষণের জন্য শামিমাকে ৩০ হাজার টাকাও দেয়। কিন্তু তিন মাস যেতেই শামিমা জানায়, তিনি আর ওই শিশুকে লালন পালন করতে পারবেন না। এতে রেহেনা ৩০ হাজার টাকাসহ সন্তান ফেরত চান। শামিমা টাকা ফেরত দেবেন না বলে জানান। গতকাল মঙ্গলবার রেহেনার বোন সফুরা বেগম শামিমার বাড়িতে গিয়ে টাকাসহ সন্তান ফেরত চান। তাঁদের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে রেহেনার পরিবারের লোকজন শামিমার বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে চলে যান। ধারণা করা হচ্ছে, এ ঘটনার প্রেক্ষিতেই শামিমা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'     

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা