হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ঋণের কিস্তির চাপে পরিবহন শ্রমিকের ‘আত্মহত্যা’

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ঋণের কিস্তির চাপে উত্তম কুমার দাস (৪৫) নামে এক পরিবহন শ্রমিক ‘আত্মহত্যা’ করেছেন।

আজ বুধবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান। উত্তম দাস বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার মৃত গোবিন্দ দাসের ছেলে। তিনি একতা পরিবহন কাউন্টারে চাকরি করতেন।

উত্তম দাসের স্বজন গোবিন্দ সাহা আজকের পত্রিকাকে বলেন, এক কন্যাসন্তান ও স্ত্রী নিয়ে উত্তম দাসের সংসার। করোনার সময় পরিবহন বন্ধ থাকায় সংসার চালাতে গিয়ে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ করেন। পরে সুদের টাকা পরিশোধ করতে কয়েকটি এনজিও থেকে আবারও ঋণ নেন। এতে কিস্তি পরিশোধ করতে গিয়ে তাঁর আর্থিক সংকট বেড়ে যায়।

গোবিন্দ সাহা আরও জানান, আজ ভোরে উত্তম দাস সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, উত্তম দাসের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল