হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় এসএসসি পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া শিক্ষক আটক, ২ পরীক্ষার্থী বহিষ্কার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে হৃদয় আহম্মেদ (৩২) নামের এক ভুয়া শিক্ষককে আটক করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে যোগসূত্র এবং সঙ্গে স্মার্ট ফোন থাকায় ওই কেন্দ্রের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনাতলা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভিন ওই ভুয়া শিক্ষককে আটক করেন। 

আটক হৃদয় আহম্মেদ সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের ছায়েদ মন্ডলের ছেলে। 

ইউএনও সাইদা পারভিন জানান, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে সন্দেহজনকভাবে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষক পরিচয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন বলে জানান। এ সময় তাঁর কাছে থাকা স্মার্ট ফোনে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ দেখা যায়। ওই গ্রুপে শতাধিক পরীক্ষার্থী সদস্য যুক্ত রয়েছে। 

ইউএনও আরও জানান, মেসেঞ্জার গ্রুপে ওই পরীক্ষাকেন্দ্রের আরও দুই ছাত্রী সংযুক্ত থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিল। দুই ছাত্রীকে শনাক্ত করে তাদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়। 

পরীক্ষাকেন্দ্রের সচিব মোনারুল ইসলাম জানান, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত