হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পিটিয়ে কিশোর রোহানকে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদালত চত্বর থেকে তুলে নিয়ে রোহান চৌধুরী (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার প্রধান আসামি কৃষক লীগ নেতা গিয়াস উদ্দিন ওরফে গিয়াস মেম্বার (৫৫) ও তাঁর ছেলে সাগর মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম। 

অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা। 

গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে রোহান চৌধুরীকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে পিটিয়ে হত্যা করে লাশ কুটুরবাড়ী গ্রামের পাশে জয়বাংলা হাটে ফেলে রাখা হয়। এ ঘটনায় গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করে বগুড়া সদর থানায় মামলা করা হয়। 

ঘটনার পর থেকে পলাতক ছিলেন গিয়াসউদ্দিন ও তাঁর ছেলে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা গ্রামে এলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেদার উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট