হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাশিক্ষক নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনের নিচে কাটা পড়ে হারুনুর রশিদ (৫০) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনের পাশে কলাবাড়িয়া নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হারুনুর রশিদ নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আজাহার আলী শেখের ছেলে এবং রাণীনগর উপজেলা আল-আমিন দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রেলস্টেশন এলাকার বাসিন্দা মিজানুর রহমান ও তুষার আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে তিনি একটি গ্লাস হাতে নিয়ে ছাতিয়ানগ্রাম রেলস্টেশন এলাকায় পানি পান করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ছাতিয়ানগ্রাম স্টেশন অতিক্রম করে কলাবাড়িয়া নামক স্থানে পৌঁছামাত্র হাতে থাকা পানির গ্লাস নিয়েই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন মোবাইল ফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত