হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে তুলে নিয়ে সস্ত্রীক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে তুলে নিয়ে নুরুল ইসলাম ফটিক নামের এক ব্যবসায়ীকে মারধর এবং তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার রাতে নন্দীগ্রাম থানায় ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১১ জনের নামে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার সিমলা বাজারে ব্যাটারির ব্যবসা করছেন নুরুল ইসলাম ফটিক। গত রোববার (১ জানুয়ারি) দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নুরুল ইসলামকে জোর করে তুলে নিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাঁকে উপজেলার কচুগাড়ী গ্রামে নিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীবের নিউ সেভেন স্টার ক্লাবে আটকে রাখেন। রাজীব ওই ক্লাবের সাংগঠনিক সম্পাদক। সেখান থেকে মোবাইল ফোনে ডাকা হয় নুরুল ইসলামের স্ত্রীকেও।

একপর্যায়ে নুরুল ইসলামের পেটে পিস্তল ও চাকু ধরে ব্যাংকের চেকের দুটি পাতা, নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব। এ সময় নুরুল ইসলামের স্ত্রীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্লীলতাহানি করেন। পরদিন সোমবার চেক ব্যবহার করে ব্যাংক থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা তুলে নেওয়ার ম্যাসেজ পান নুরুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তৌহিদ রাজীব বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না।

তবুও আমাকে অভিযুক্ত করা হচ্ছে। ক্লাবের কয়েকজন ছোট ভাই কী করেছেন, সেটাও জানি না। রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে।’

এ নিয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’ 

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত