হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নাগর নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে নানা বাড়ি বেড়াতে গিয়ে নাগর নদে নিখোঁজ যুবক রোকনুজ্জামানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার গ্রাম সংলগ্ন নাগর নদে গোসল করতে নেমে নিখোঁজ হন রোকনুজ্জামান। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।

রোকনুজ্জামান বগুড়া শহরের চক সুত্রাপুর চামড়া গুদাম লেন এলাকার ওমর ফারুকের ছেলে।

কাহালু থানার ওসি মাহমুদ হাসান বলেন, সৌদি আরবে যাওয়ার জন্য রোকনুজ্জামানের আগামী শুক্রবার বিমানের ফ্লাইট ছিল। এ কারণে বাবা-মা’র সঙ্গে কাহালুর বীরকেদার ফকিরপাড়া গ্রামে নানা মৃত তোজাম্মেল ফকিরের বাড়ি বেড়াতে যান। দুপুরে গ্রাম সংলগ্ন নাগর নদে গোসল করতে নামেন রোকনুজ্জামান। এ সময় তার মামা নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। নদীতে গোসল করার একপর্যায়ে নিখোঁজ হন রোকনুজ্জামান। স্থানীয় লোকজন বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে তাঁর সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে রোকনুজ্জামানের মরদেহ উদ্ধার করেন।

ওসি বলেন, শুষ্ক মৌসুমে নাগর নদ থেকে বালু উত্তোলনের কারণে গভীর খাদের সৃষ্টি হয়। সেই খাদের তলদেশ থেকে ডুবুরি মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি