হোম > সারা দেশ > বগুড়া

গরুবোঝাই ট্রাক ধাওয়া করে থামাতে গিয়ে ছাত্রলীগকর্মী নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গরু বোঝাই ট্রাক ধাওয়া করে থামাতে গিয়ে ট্রাক থেকে পড়ে মেহেদী হাসান মিম (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টায় বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে মানিকচক বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মেহেদী হাসান মিম বগুড়া শহরতলীর সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকার আতাউর রহমান মুকুলের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের কর্মী এবং বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্র ছিলেন। 

বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মুকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মুকুল হোসেন বলেন, চোরাই গরু সন্দেহে গরু বোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন ছাত্রলীগকর্মী মিম ও তাঁর এক সহযোগী। রাত ১০টার দিকে মানিকচক এলাকায় সামনে মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে গরুবোঝাই ট্রাকটি থামান। এরপর মিম ট্রাকের কেবিনে ওঠার চেষ্টা করেন। এ সময় চালক তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ট্রাকটি শনাক্ত করা যায়নি।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি