হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে আলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার শাওইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই এলাকার শাকিল হোসেনের স্ত্রী। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ওই গ্রামের শাকিল হোসেনের সঙ্গে তার স্ত্রী আলিমার বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে মারধর করে স্বামী। পরদিন সকালে স্ত্রী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বগুড়া হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

মৃতের স্বামী শাকিল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। আমি তাকে দুটি চড় মেরে বাজারে চলে যাই। রাতে এসে ভাত খেয়ে শুয়ে পড়ি, আর স্ত্রী ও ছেলে পাশে শুয়ে পড়ে। মধ্যরাতে ঘুম ভেঙে গেলে দেখি, আমার স্ত্রী পাশে নাই। পরে ঘরের দরজার কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখি।’

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট