হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে নিজের ঘরেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বদিউজ্জামান প্রামাণিক (৬০)। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বদিউজ্জামান তাঁর ঘরে একাই থাকতেন। বৃহস্পতিবার ভোরে তাঁরা যখন আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন, ততক্ষণে ঘরটি প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফায়ার সার্ভিস এসে বদিউজ্জামানের লাশ উদ্ধার করে। 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নাদির হোসেন বলেন, ‘আমরা ভোর সাড়ে ৫টায় সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। এর আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা জানতে পেরেছি, বদিউজ্জামান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি গ্যাস লাইটারে আলো জ্বালিয়ে রাতে চলাচল করতেন। গাস লাইটার অথবা কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজার রহমান জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক