হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে নিজের ঘরেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বদিউজ্জামান প্রামাণিক (৬০)। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বদিউজ্জামান তাঁর ঘরে একাই থাকতেন। বৃহস্পতিবার ভোরে তাঁরা যখন আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন, ততক্ষণে ঘরটি প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফায়ার সার্ভিস এসে বদিউজ্জামানের লাশ উদ্ধার করে। 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নাদির হোসেন বলেন, ‘আমরা ভোর সাড়ে ৫টায় সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। এর আগেই স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা জানতে পেরেছি, বদিউজ্জামান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি গ্যাস লাইটারে আলো জ্বালিয়ে রাতে চলাচল করতেন। গাস লাইটার অথবা কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজার রহমান জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট