হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাস উল্টে নিহত ১ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে মিলন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত ১১টার দিকে মাটিডালি বাইপাস মহাসড়কের কালিবালা এলাকায় এ ঘটনা ঘটে। মিলন গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে। তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। আর আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শজিমেক হাসপাতালের (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে সৌরভ পরিবহনের একটি বাস গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিল। রাত ১১টার দিকে বগুড়া শহরের মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

দুর্ঘটনাকবলিত ওই বাসের যাত্রী আব্দুর রশিদ জানান, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিলেন। গাইবান্ধা থেকে নাফু পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের বাসটি পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে নাফু পরিবহনের বাসটিকে ওভারটেক করতে গেলে তাঁদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরেই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ায় বিছানায় দুই শিশুসন্তানের রক্তাক্ত লাশ, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল মা

নিলামে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত বালু বিক্রি বন্ধ