হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

আবু সাঈদ। ছবি: সংগৃহীত

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবু সাঈদ (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার মধ্যরাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকার ইউসুফ আলীর ছেলে আবু সাঈদের অটো ভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা ছিল। সম্প্রতি তিনি জমি কেনাবেচা ও বালুর ব্যবসাও করতেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের একাধিক টিম এ নিয়ে কাজ করছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহত আবু সাঈদের ভাই রিপন বলেন, গতকাল শুক্রবার রাত ১২টার পর কে বা কারা তাঁর ভাইকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা টের পেয়ে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাঈদের বাবা ইউসুফ আলী বলেন, ‘সাড়ে ৫ শতক জায়গা ছিল। সেটা নিয়ে মামলা ছিল এবং তা নিষ্পত্তি হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি। তবে আমার ছেলেকে কী কারণে কারা হত্যা করেছে, তা এখনো বুঝতে পারছি না। আমি ছেলে হত্যার বিচার চাই।’

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত