হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি ফলের দোকান। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের সাতমাথা এলাকায় সপ্তপদী মার্কেট-সংলগ্ন ফল মার্কেটে এই অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফল মার্কেটের ব্যবসায়ী লাল মিয়া বলেন, ‘এখানে আমাদের ১২টি দোকান ছিল। প্রতিটি দোকানেই বিভিন্ন ফল দিয়ে ভর্তি ছিলে। প্রতিটি দোকানে নগদ টাকা ছাড়াও ১২ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমরা বেচাকেনা করে নগদ টাকা রেখে গিয়েছিলাম। সকালে টাকাগুলো মহাজনদের দেওয়ার কথা ছিল। কিন্তু টাকাসহ আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমরা পথে বসে গেলাম।’

বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আগুনের সূত্রপাতটা হলো কীভাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে নিরূপণ করা যায়নি, তবে প্রতিটি দোকানে খেজুরসহ অন্যান্য ফল ছিল।’

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত