হোম > সারা দেশ > বগুড়া

ছুরিকাঘাতে নিহত বিক্রয় প্রতিনিধির লাশ পড়ে ছিল মহাসড়কের পাশে

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া) 

খুন হওয়া আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি সেতু এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্য রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

নিহত আনোয়ার একটি ওষুধ কোম্পানির উপজেলার বেতগাড়ী কার্যালয়ে সহকারী বিক্রয় প্রতিনিধি পদে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শাজাহানপুরের মাঝিড়া ইউনিয়নের সাজাপুর আকন্দ পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার দূর্গাপুর গ্রামের মো. খোয়াজ উদ্দিনের ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিহতের পরিচয় নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে অজ্ঞাত এক যুবককে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনা ভেবে হাইওয়ে পুলিশকে অবগত করে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ পর্যবেক্ষণ করে দেখতে পায় বুক, কনুই এবং কব্জির মাঝখানসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা যাননি। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।’

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত