হোম > সারা দেশ > বগুড়া

মহাস্থানগড়ে ফটক খুলতে দেরি, নিরাপত্তাকর্মীকে এনসিপি নেতা-কর্মীদের মারধর

বগুড়া প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বগুড়ার মহাস্থানগড়ে ফটক খুলতে দেরি করায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গতকাল বুধবার শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রাজিয়া জানান, রমজান মাস উপলক্ষে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল জাহাজঘাটা খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিকেল ৫টায় এনসিপি পরিচয়ে ২৫ থেকে ৩০ ব্যক্তি প্রত্নস্থল জাহাজঘাটার মূল ফটকে আসেন। তাঁদের একজন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান। মহাস্থান জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। ফটক খুলতে এই দেরি হওয়ায় তাঁরা ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করেন। সেই সঙ্গে চলে যাওয়ার সময় মোবাইল ফোনে জাদুঘরের কাস্টোডিয়ানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ‘২৫ মার্চ (মঙ্গলবার) ঢাকা থেকে এনসিপির কিছু নেতা-কর্মী মহাস্থান বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। তবে সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।’

যোগাযোগ করা হলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান থানায় এ–সংক্রান্ত জিডি করেছেন। আমরা তদন্ত করে দেখছি কারা ঘটনা ঘটিয়েছে।’

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত