হোম > সারা দেশ > বগুড়া

এসি বিস্ফোরণে চলন্ত বাসে আগুন, রক্ষা পেল যাত্রীরা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে নাবিল পরিবহনের একটি চলন্ত বাসে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোকামতলা এলাকার গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

স্থানীয়রা জানান, নাবিল পরিবহনের একটি এসি বাস দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শিবগঞ্জের মোকামতলা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটিতে আগুন লেগে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। কিছুক্ষণের মধ্যে পুরো বাসে আগুন ধরলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বাসটিতে থাকা জামিরুল ইসলাম নামে এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘দিনাজপুর থেকে নাবিল পরিবহনের ওই বাসে ঢাকায় যাচ্ছিলেন। বাস ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দেয়। মোকামতলা এলাকায় পৌঁছালে বাসের এসি বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।’ 

আল-আমিন নামে অপর এক যাত্রী বলেন, ‘আগুন ধরে যাওয়ার পর আমরা দ্রুত বাস থেকে নেমে পড়ি। ফলে বাসটি আগুনে পুড়ে গেলেও ভেতরে থাকা আমিসহ ২০ যাত্রী প্রাণে রক্ষা পাই।’ 

এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মনোয়ারুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুরো বাস পুড়ে যায়। তবে এ সময় কেউ আহত হয়নি। 

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩