হোম > সারা দেশ > বগুড়া

অনিয়মের অভিযোগ: আ.লীগ নেতাকে সরিয়ে কলেজ কমিটির সভাপতি ইউএনও

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরানো হয়েছে মজিবর রহমান মজনুকে। নানা অনিয়মের অভিযোগ এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে তাঁকে সভাপতির পদ থেকে সরানো হয়। একই চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়। 

এর আগে সোমবার (১৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। এতে সানজিদা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি অবশিষ্ট মেয়াদকাল অর্থাৎ আগামী ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

মজিবর রহমান মজনু বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। 

খোঁজ নিয়ে জানা যায়, কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের মাঝে দ্বন্দ্ব চলছে। কলেজের অর্থ আত্মসাৎ করাসহ কয়েকটি কারণ দেখিয়ে গত ২২ সেপ্টেম্বর পরিচালনা কমিটির (গভর্নিং বডি) এক সভায় অধ্যক্ষ একেএম নূরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। অধ্যক্ষকে পূর্ণাঙ্গ বরখাস্তের দাবিতে সভাপতির অনুসারী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেন। 

এদিকে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ এ কে এম নূরুল ইসলাম কলেজ পরিচালনা কমিটির সভাপতি মজিবর রহমান মজনুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এরপর ২১ সেপ্টেম্বর ওই সভাপতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। 

গত ২৭ সেপ্টেম্বর ওই তদন্ত কমিটির সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-কলেজ পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান ও সহকারী অধ্যাপক (ইতিহাস বিভাগ) আহম্মদ শরীফ শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ পরিদর্শন করেন। এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। 

এ ব্যাপারে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ এ কে এম নূরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সভাপতি আমাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করেছেন। সুষ্ঠু বিচারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করেছিলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিয়েছেন।’ 

এদিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান মজনু বলেন, ‘আমাকে অব্যাহতি দেওয়ার খবরটি ওয়েবসাইট থেকে জেনেছি। তবে আমাকে কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে, তা স্পষ্ট উল্লেখ করা হয়নি।’ 

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার