হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, ঘিরে রেখেছে পুলিশ

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের সূত্রাপুর এলাকার পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণে আব্দুল বাছেদ (৩৮) নামের এক শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে ওই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে যাচ্ছে পুলিশের বোম্ব ডিসপোজাল টিম।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে শহরের সূত্রাপুর এলাকায় পৌর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

শ্রমিক ও বাড়ির মালিক সূত্রে জানা গেছে, সেলিনা আকতার শিউলী নামের এক স্কুলশিক্ষক পৈতৃক সূত্রে পাওয়া পরিত্যক্ত বাড়িটি শ্রমিকদের দিয়ে সংস্কার বলছিলেন। সকাল ১০টার দিকে বাছেদ নামের ওই শ্রমিক বাড়ির একটি কক্ষের সিলিংয়ে পাটের সুতলি দিয়ে প্যাঁচানো তিনটি বস্তু দেখতে পান। তিনি একটি বস্তু থেকে পাটের সুতলি খোলার চেষ্টা করছিলেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বাছেদের ডান হাত জখম হয়। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. স্নিগ্ধ আখতার বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাছেদ নামের ওই শ্রমিক প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিস্ফোরিত বস্তুটি ককটেল বলে ধারণা করা হচ্ছে। অবিস্ফোরিত আরও দুটি ককটেল সদৃশ বস্তু রয়েছে। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে তাঁরা রওনা দিয়েছেন। আপাতত ওই বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক