হোম > সারা দেশ > বগুড়া

বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলে মমিনুল ইসলাম সানার (৪০) কোদালের আঘাতে মারা গেছেন বাবা মোজাম্মেল হক (৭৮)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন সানা তিন দিন ধরে ভাত খাননি। তাই আজ সকালে ছেলেকে খাবার দিতে যান বাবা মোজাম্মেল হক। এ সময় সানা কোদাল দিয়ে তাঁর বাবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন। এতে গুরুতর আহত হন মোজাম্মেল। স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সানাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তাই মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন সানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল