হোম > সারা দেশ > বগুড়া

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শেরপুরে হাইওয়ে পুলিশের ২ সদস্য ক্লোজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দুই সদস্যকে ক্লোজ করা হয়েছে। আজ মঙ্গলবার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ আবুল হাশেম এই তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল সোমবার রাতে তাঁদের ক্লোজ করা হয়। এরা হলেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে কর্মরত উপপরিদর্শক (এসআই) চন্দন চন্দ বর্মন ও নারী কনস্টেবল হাবিবা। তাঁদের শেরপুর ক্যাম্প থেকে ক্লোজ করে বগুড়ার হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 

জানা গেছে, সোমবার দুপুরে তথ্য সংগ্রহের কাজে যুগান্তর পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে যান। এ সময় এই ক্যাম্পে সেন্ট্রি হিসেবে ডিউটিরত নারী কনস্টেবল মোছা. হাবিবা তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার কিছুক্ষণ পর শেরপুরের দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম শেরপুরের হাইওয়ে ক্যাম্পে গেলে এ সময় উপপরিদর্শক চন্দন চন্দ বর্মন তাঁর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে এই সংবাদকর্মীর শরীরে আঘাত করেন। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

শেরপুরে কর্মরত ওই দুই পত্রিকার প্রতিনিধি বলেন, সংবাদকর্মীর সঙ্গে এ ধরনের অসৌজন্যমূলক আচরণের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে, এই ক্যাম্পে কর্মরত ওই উপপরিদর্শক ও নারী কনস্টেবল সাধারণ মানুষের সঙ্গে কী ধরনের আচরণ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, উপপরিদর্শক চন্দন চন্দ বর্মন অন্তত আড়াই মাস আগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা থেকে শেরপুরে বদলি হয়েছিলেন। 

এ নিয়ে বগুড়ার হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমি বলেন, এ ধরনের আচরণ খুবই দুঃখজনক। শেরপুরের সংবাদকর্মীদের সঙ্গে এ ঘটনায় তাঁদের ক্লোজ করা হয়েছে।

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট