হোম > সারা দেশ > বগুড়া

বিএনপি নির্বাচন করবে কি না, এটা তাদের বিষয়: নির্বাচন কমিশনার

বগুড়া প্রতিনিধি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে কি করবে না, এটা তাদের বিষয়। এ ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। নির্বাচন কমিশন সংবিধান মেনেই ভোট করবে।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার সার্কিট হাউসে জেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি বা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৫০ আসনে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনে নির্বাচন করে দেখা গেছে, ইভিএমে ভোট গ্রহণ নিরাপদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমাদের চাওয়া ভোটের সব পরিবেশ যেন সুন্দর থাকে। আর ভোটাররা যেন খুব সহজেই তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন।’

রাশেদা সুলতানা আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম জাতীয় নির্বাচনে শতভাগ আসনে ইভিএমে ভোট গ্রহণ হবে। তবে ইভিএম সরবরাহে স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।’

জেলা পরিষদ নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তীসহ জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি