হোম > সারা দেশ > বগুড়া

বিএনপি নির্বাচন করবে কি না, এটা তাদের বিষয়: নির্বাচন কমিশনার

বগুড়া প্রতিনিধি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচন করবে কি করবে না, এটা তাদের বিষয়। এ ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। নির্বাচন কমিশন সংবিধান মেনেই ভোট করবে।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার সার্কিট হাউসে জেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি বা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৫০ আসনে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত দিনে নির্বাচন করে দেখা গেছে, ইভিএমে ভোট গ্রহণ নিরাপদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমাদের চাওয়া ভোটের সব পরিবেশ যেন সুন্দর থাকে। আর ভোটাররা যেন খুব সহজেই তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন।’

রাশেদা সুলতানা আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম জাতীয় নির্বাচনে শতভাগ আসনে ইভিএমে ভোট গ্রহণ হবে। তবে ইভিএম সরবরাহে স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।’

জেলা পরিষদ নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তীসহ জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি