হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ছাত্রদলের জেলা কমিটিতে পদ না পাওয়ায় আমরণ অনশন

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনারে আমরণ অনশনে বসেন। ছবি: আজকের পত্রিকা

সদ্য ঘোষিত বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনারে তাঁরা অনশন শুরু করেন।

পদবঞ্চিতদের অভিযোগ, কী কারণে তাঁদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি, সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তাঁরা জানিয়েছেন, উপযুক্ত কারণ না জানা পর্যন্ত এই আমরণ অনশন চলবে।

এর আগে কেন্দ্র থেকে গতকাল বুধবার রাতে ১৬১ সদস্যের বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ৯৩ সদস্যের শহর ছাত্রদল কমিটিও ঘোষণা করা হয়। এ ছাড়া জেলার সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসাসহ মোট ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক কমিটিও প্রকাশ করা হয়।

যদিও অন্যান্য ৬৮টি শাখা কমিটি নিয়ে আপত্তি না থাকলেও জেলা কমিটি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। তাঁদের দাবি, সদ্য ঘোষিত জেলা কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা-কর্মী, এমনকি আওয়ামী লীগের নেতাদের সন্তানদেরও জায়গা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পদবঞ্চিত নেতা নাসিরুদ্দিন মামুন বলেন, ‘আমরা বহু বছর ধরে ছাত্রদলের রাজনীতি করছি। সামনে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। অথচ আজ আমাদের মূল্যায়ন করা হলো না। কেন আমাদের বাদ দেওয়া হলো, তা না জানা পর্যন্ত অনশন চালিয়ে যাব।’

আরেক পদবঞ্চিত নেতা আলমগীর হোসেন বলেন, ‘নতুন কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্থান দেওয়া হয়েছে। যারা বিএনপির রাজনীতি করেন, তাঁরাই আজ বঞ্চিত। এর প্রমাণও আমাদের কাছে রয়েছে।’

এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, ‘যারা অনশনে বসেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে সংগঠনের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এমনকি তাঁরা ছাত্রদলে থাকবেন, না কি যুবদলে যাবেন, সে বিষয়েও তাঁরা কোনো স্পষ্ট অবস্থান জানাননি।’

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি