হোম > সারা দেশ > বগুড়া

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জেসমিন আক্তার জুঁই (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফজলুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

জেসমিন আক্তার জুঁই ওই এলাকার জাহাঙ্গীর ইসলামের মেয়ে। স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

তার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে টিকটকের মাধ্যমে কুমিল্লার বাসিন্দা নাহিদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রণয় থেকে এক বছর আগে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে জেসমিন শ্বশুরবাড়ি ও বাবার বাড়িতে অবস্থান করছিল।

এসএসসি পরীক্ষার জন্য সে গত সপ্তাহে বাবার বাড়ি যায়। আজ রোববার বেলা ১টার দিকে বান্ধবী তাকে কোচিংয়ে যাওয়ার জন্য ডাকতে যায়। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পায়। এ সময় বান্ধবীর চিৎকারে স্বজনেরা গিয়ে জেসমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত