হোম > সারা দেশ > বগুড়া

বাউলগান করায় শিল্পীকে হেনস্তা, মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ 

প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জে এক বাউলশিল্পীকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাউলগান করায় তাকে মেরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। হেনস্তার শিকার ওই বাউলশিল্পীর নাম মেহেদী হাসান (১৬)। সে জুড়ি মাঝপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এই অভিযোগে গ্রাম্য মাতবরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শিবগঞ্জ থানার পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)। 

অভিযোগ সূত্রে জানা গেছে, বাউলশিল্পী মেহেদী পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত। বাউলশিল্পী হওয়ার কারণে সে সাদা লুঙ্গি, সাদা ফতুয়া ও সাদা গামছা ব্যবহার করত। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী তাঁর মাথায় ছিল বাবরি (লম্বা) চুল। গ্রেপ্তার ব্যক্তিরা তার পোশাক ও মাথার চুল নিয়ে বিভিন্ন সময়ে নানান অশালীন মন্তব্য ও কটাক্ষ করে আসছিল। এসবের কারণে প্রতিবাদ করে মেহেদী। এর জেরে গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মেহেদীর বাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে জোর করে তার মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে মেহেদীকে মারধরের শিকার হতে হয়। 

বাউলশিল্পী মেহেদী বলে, 'অভিযুক্ত শহিদুল ইসলাম খোকন অন্যদের বলে, ''শালার মাথা ন্যাড়া করে দিয়ে বাউলগানের সাধ মিটিয়ে দে''। তখন চুল কাটার মেশিন দিয়ে জোর করে আমাকে ন্যাড়া করে দেয় এবং মারধর করে তারা।' 

আজ বুধবার সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাউলশিল্পীর মাথা ন্যাড়া করে দেওয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেই সঙ্গে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মেহেদী।

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি