হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মান কসাই গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গতকাল শনিবার রাতে র‍্যাবের হাতে গ্রেপ্তার বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মান কসাই। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মানকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি এলাকায় জুম্মান কসাই নামে পরিচিত। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের চকযাদু সড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দুপুরে বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল মিয়া (৪২) ছুরিকাঘাতে জখম হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তিনি মারা যান। ওই ঘটনায় করা মামলায় জুম্মানকে আসামি করা হয়। তিনি চাঁদা না পেয়ে লোকজন নিয়ে বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান র‍্যাবের কাছে স্বীকারোক্তি দেন। তাঁকে আজ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক পদে চাকরি করতেন।

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট