হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মান কসাই গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গতকাল শনিবার রাতে র‍্যাবের হাতে গ্রেপ্তার বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মান কসাই। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল হত্যা মামলার প্রধান আসামি জুম্মানকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি এলাকায় জুম্মান কসাই নামে পরিচিত। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের চকযাদু সড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দুপুরে বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক বিপুল মিয়া (৪২) ছুরিকাঘাতে জখম হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তিনি মারা যান। ওই ঘটনায় করা মামলায় জুম্মানকে আসামি করা হয়। তিনি চাঁদা না পেয়ে লোকজন নিয়ে বিপুলকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান র‍্যাবের কাছে স্বীকারোক্তি দেন। তাঁকে আজ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরের মাটিডালী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সানসাইন আবাসিক রেস্তোরাঁর ব্যবস্থাপক পদে চাকরি করতেন।

ধুনট বাসস্ট্যান্ডে মব করে ৩ পুলিশ সদস্যকে হেনস্তা

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ