হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিএনপির সাধারণ সম্পাদক ৪ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলন চলাকালে বগুড়ায় আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এই রিমান্ড মঞ্জুর করেন। 

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২২ জুলাই রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আদালত বুধবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী বুধবার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েক হাজার শিক্ষার্থী বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনার সাত দিন পর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা।

ওই মামলায় জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ ৮৭ জনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ