হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া জেলা কারাগারে ধর্ষণ মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা কারাগারে ইকবাল হোসেন (২২) নামের এক ধর্ষণ মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে কারা অভ্যন্তরে ওয়াশরুমে গলায় লুঙ্গি প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়। 

বগুড়ার সোনাতলা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল হোসেন জেলা কারাগারে বন্দী ছিলেন। 
 
ইকবাল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। 

আজ দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, সোনাতলা পৌর এলাকার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ৩ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীর বাবা সোনাতলা থানায় মামলা করেন। ওই মামলায় রাতেই ইকবাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

ওসি আরও বলেন, ইকবাল হোসেনের নামে সোনাতলা থানায় আরও একটি ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি