হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া জেলা কারাগারে ধর্ষণ মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা কারাগারে ইকবাল হোসেন (২২) নামের এক ধর্ষণ মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে কারা অভ্যন্তরে ওয়াশরুমে গলায় লুঙ্গি প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়। 

বগুড়ার সোনাতলা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল হোসেন জেলা কারাগারে বন্দী ছিলেন। 
 
ইকবাল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। 

আজ দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, সোনাতলা পৌর এলাকার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ৩ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীর বাবা সোনাতলা থানায় মামলা করেন। ওই মামলায় রাতেই ইকবাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

ওসি আরও বলেন, ইকবাল হোসেনের নামে সোনাতলা থানায় আরও একটি ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে।

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ