হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ‘আদিবাসী পরিষদের’ মিছিল ও সমাবেশ

বগুড়া প্রতিনিধি

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনপদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতসহ সারা দেশে নির্যাতন এবং তাদের ভূমি দখলের প্রতিবাদে বগুড়ায় মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বগুড়া জেলার সভাপতি সন্তোষ কুমার সিংয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। 

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্রনাথ সরেন বলেন, ‘আদিবাসীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ভূমির অধিকার দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন ও শিক্ষা-সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘বগুড়ায় আদিবাসীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ভূমি অধিকার নিশ্চিত করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের বসতবাড়ি ও ফসলি জমি জোরপূর্বক জবরদখল বন্ধ করতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক রাশেকুজ্জামান রতন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, দপ্তর সম্পাদক সুবাশ চন্দ্র হেমব্রম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র, বগুড়া জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, নাটোর জেলার সভাপতি প্রদীপ লাকড়া, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, গাইবান্ধা জেলার সভাপতি সিলিমন, নওগাঁ জেলার সদস্যসচিব মার্কিন মুরমু। 

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি