হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্কুলছাত্রের লাশ পড়ে ছিল পুকুরপাড়ে, গলায় আঙুলের ছাপ

বগুড়া প্রতিনিধি

মো. সিফাত। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে মো. সিফাত (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে গলা টিপে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন গাবতলী পৌরসভার উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে।

সিফাত গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্লার ছেলে। সে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, সিফাত মসজিদে ইফতার করার পর বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক আবুল বাশার বলেন, সিফাতকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় আঙুলের ছাপ ছিল।

সিফাতের মা রুলি বেগম বলেন, ‘সিফাত রোজা ছিল। মসজিদে ইফতার শেষে বাড়ি এসে আবার বেরিয়ে যায়। রাত ৯টায় তার লাশ পাওয়া যায়। ইমরান হোসেন হারু নামের এক হিজড়ার বাড়ির কাছে সিফাতের লাশ পড়ে ছিল। সিফাতকে হত্যা করা হয়েছে।’

ধুনট বাসস্ট্যান্ডে মব করে ৩ পুলিশ সদস্যকে হেনস্তা

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ