হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া কারাগার থেকে ৩ দিনে ৪৫০ বন্দী মুক্ত

বগুড়া প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন দিনে বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দী জামিনে মুক্ত হয়েছেন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বগুড়ার বিভিন্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। 

আজ  শনিবার বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেলা কারাগারে বন্দী ধারণক্ষমতা ৭৭০ জন। গত ৬ আগস্ট সকাল পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন ২ হাজার ১৫০ জন। ওই দিন দুপুরের পর থেকে বন্দীদের জামিননামা আদালত থেকে কারাগারে আসতে শুরু করে। এভাবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বগুড়া জেলা কারাগার থেকে ৪৫০ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। আজ শনিবার দুপুর পর্যন্ত জেলা কারাগারে বন্দীর সংখ্যা ছিল ১ হাজার ৭০০ জন।’ 

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘সরকার পরিবর্তনের পরদিন থেকেই বগুড়ার বিভিন্ন আদালত রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় কারাগারে আটক বন্দীদের জামিন দিতে শুরু করেন।’ তিনি আরও বলেন, ‘চলমান ছাত্র আন্দোলনে বিএনপি, জামায়াত ছাড়াও সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করেছিল জেলার বিভিন্ন থানা-পুলিশ। গত তিন দিনে তাঁরা মুক্তি পেয়েছেন।’ 

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট থেকে কারাগারে নতুন বন্দী আসা বন্ধ রয়েছে। জেলা কারাগারে এখনো ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে।’

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক