হোম > সারা দেশ > বগুড়া

মরণফাঁদ মোকামতলায় একের পর এক দুর্ঘটনা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা মরণফাঁদে পরিণত হয়েছে। চার লেন রাস্তা নির্মাণের জন্য এই স্থানে পারাপারের ব্যবস্থা না রেখেই দেওয়া হয়েছে সড়ক বিভাজক। এতে করে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণহানি। 

এই এলাকায় গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছেন নয়জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মরণফাঁদ থেকে রক্ষা পেতে মোকামতলায় পদচারী-সেতু বা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

সর্বশেষ ১৪ মার্চ মোকামতলা বন্দরের অদূরে চণ্ডীহারা অমরাপুরি এলাকায় বাসচাপায় আবুল কাশেম (৬৫) ও জাহিদুল ইসলাম (৫৬) নামের দুজন নিহত হন। তাঁরা মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে ২১ ফেব্রুয়ারি মোকামতলা চৌমাথায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম (৪৬)। তিনি বগুড়া সদরের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। এ ছাড়া গত বছরের ১ ডিসেম্বর, ২৭ সেপ্টেম্বর, ৮ জুন, ১৪ এপ্রিল, ১১ এপ্রিল ও ১৯ মার্চ একজন করে সড়ক দুর্ঘটনায় মারা যান। 

মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত শামীম বলেন, বন্দরে পদচারী-সেতু ও আন্ডারপাস না থাকায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে রাস্তা পার হতে হচ্ছে। ব্যবসায়ী রুহুল আমিন ফটু জানান, মোকামতলা বন্দর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের চৌরাস্তার মোড় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, অথচ এখানে পথচারী-সেতু তো দূরের কথা, জেব্রাক্রসিংও দেওয়া হয়নি। 

এ ব্যাপারে চার লেন সড়ক নির্মাণের সাসেক প্রকল্প-২-এর প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবিব বলেন, ‘মোকামতলা বাজারের চৌমাথা এলাকায় একটি পদচারী-সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, আগামী ঈদুল আজহার আগেই এটির নির্মাণ সম্পন্ন হবে।’ 

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩