হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নাদিদুল ইসলাম নাহিদ (২৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ মালগ্রাম কলেজপাড়া এলাকার ঝন্টু শেখের ছেলে। তিনি জেলা শহর স্বেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হরিদাস মণ্ডল। তিনি জানান, নাহিদ এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের শাখা পরিচালনার পাশাপাশি বিভিন্ন ব্যবসা করতেন। ব্যবসার টাকা আদায় করা নিয়ে একই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে বিরোধ হয়। আজ রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলা মোড়ে নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ পরিদর্শক হরিদাস। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে সন্দেহভাজন জড়িতদের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, নিহত নাহিদ মোবাইল ব্যাংকিং পরিচালনা করা ছাড়াও সুদের ব্যবসা এবং বালু ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এ নিয়ে দুই মাস ধরে তাঁর সঙ্গে একটি গ্রুপের বিরোধ চলে আসছিল।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি