হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে হেরোইনসহ ৩ যুবক আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের বাসিন্দা রাসেল আকন্দ (৩৩), লিমন হোসেন (২৯) ও শাজাহানপুর উপজেলার মারিয়া গ্রামের রানা (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার পুলিশের একটি দল কানুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে রাসেলের কাছ থেকে ২৬ গ্রাম, লিমনের কাছ থেকে ৩ গ্রাম এবং রানার কাছ থেকে ২ গ্রামসহ মোট ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি