হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে হেরোইনসহ ৩ যুবক আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের বাসিন্দা রাসেল আকন্দ (৩৩), লিমন হোসেন (২৯) ও শাজাহানপুর উপজেলার মারিয়া গ্রামের রানা (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার পুলিশের একটি দল কানুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে রাসেলের কাছ থেকে ২৬ গ্রাম, লিমনের কাছ থেকে ৩ গ্রাম এবং রানার কাছ থেকে ২ গ্রামসহ মোট ৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে।

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার