হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে দুই ট্রাক্টরের মাঝে চাপা পড়ে শিশু নিহত, ৪ ট্রাক্টর পুড়িয়ে দিল গ্রামবাসী

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী দুই ট্রাক্টরের মাঝে চাপা পড়ে আহসান হাবিব (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আড়কাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ৪টি ট্রাক্টর ও একটি খননযন্ত্র (এক্সকাভেটর মেশিন) পুড়িয়ে দিয়েছে। 

নিহত আহসান হাবিব আড়কাটিয়া গ্রামের মুনজু সরকারের ছেলে এবং ধুনট সদরের আল-কোরআন একাডেমির শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, নাব্যতা ফেরাতে ইছামতী নদী খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। খননকালে নদীর তলদেশ থেকে উত্তোলন করা বালু-মাটি নদীতীরে সংরক্ষণ করা হয়। সেই মাটি স্থানীয় দুই ব্যবসায়ী বিক্রি করে আসছেন। মঙ্গলবার দুপুরে নদীর পাড় থেকে বালু-মাটি পরিবহনের সময় দুটি ট্রাক্টরের মাঝে চাপা পড়ে শিশু আহসান হাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিশু আহসান হাবিবের মৃত্যুর খবরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বালু-মাটি পরিবহনের ৪টি ট্রাক্টর ও একটি খননযন্ত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে তার আগেই আগুনে পুড়ে যায় বাহনগুলো। পরে পুলিশ পরিবহনগুলো জব্দ করেছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ট্রাক্টরের চাপায় শিশু নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আগুনে পোড়া পরিবহনগুলো জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত