হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে ব্যালট ছিনতাই, ১ জন ছুরিকাহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্বদেশ নন্দী (৫০) নামের আওয়ামী কর্মী ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় ভোট গ্রহণ ১ ঘণ্টা বন্ধ থাকে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার খানপুর ইউনিয়নের খাগা দোলং ভিসিসি দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী পরিমল দত্তের কর্মীরা ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা পিয়ার আলীর একদল কর্মী স্লোগান দিয়ে কেন্দ্রে প্রবেশ করলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। 

এ সময় নৌকা মার্কার সমর্থক স্বদেশ নন্দীকে (৫০) ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এএইচএম শিবলী সাদিক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, দুপক্ষের সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে ভোট গ্রহণ ১ ঘণ্টা স্থগিত ছিল। এখন স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে। 

এদিকে আহত স্বদেশ নন্দীকে তাৎক্ষণিকভাবে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করা হয়। আঘাত গুরুতর হলেও তিনি এখন শঙ্কামুক্ত আছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান। 

এ ছাড়া বেলা ৩টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নৌকার কিছু সমর্থক ধরমোকাম হাই স্কুল কেন্দ্র দখল করার চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল