হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একনিজ ফিড মিল এলাকায়। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে শেরপুর থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ছিল লাল রঙের হাফপ্যান্ট এবং গায়ের রং শ্যামলা। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তি একনিজ ফিড মিলের বৈদ্যুতিক সংযোগের ট্রান্সফরমার রুমে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার থেকে তামার তার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের ঝলসে যাওয়া দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক তার কাটার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য তথ্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

ধর্ষণ মামলায় পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

আটকের পর পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি