হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

বগুড়া শহরের সাতমাথায় জাসদ-সমর্থিত জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। হামলায় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের অভিযুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রমিকদের তথ্য অনুযায়ী, বগুড়া জেলা জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোটের অধীনে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাদ্যযন্ত্রসহ নাচ-গানের আয়োজন করা হয়েছিল। এ সময় জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিনের নেতৃত্বে একটি মিছিল এসে অনুষ্ঠানস্থলে হামলা চালায়।

হামলাকারীরা খাবার ফেলে দিয়ে ভাঙচুর করে এবং আশপাশের দোকানের বেঞ্চ জড়ো করে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ভয়ে দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকে। হামলার সময় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকনকে মারধর করা হয়। পাশাপাশি স্থানীয় রায়হানের চা-দোকানও ভেঙে ফেলা হয়। হামলার পর তারা মিছিল করে নিজেদের কার্যালয়ে ফিরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জাসদ-সমর্থিত হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রায়হান বলেন, ‘আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। হঠাৎ জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন তাঁর সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে আমাদের অনুষ্ঠান পণ্ড করে দেন। তারা খাবার নষ্ট করে, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।’

অন্যদিকে, জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন বলেন, ‘আমি আগে জাসদ শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা ছিলাম। তবে এখন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হামলার অভিযোগ সঠিক নয়।’

বগুড়া সদর থানার ওসি মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট